আন্তর্জাতিক

ইসরাইলে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬

তেল আবিবে হামলার পর ইসরাইলের জরুরি পরিষেবা কাজ করে যাচ্ছে ছবি: রয়টার্স

ইসরাইলের তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন। শহরের একটি পার্কে এই ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে সবশেষ তথ্য অনুযায়ী, ১৬ জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এই হামলার খবর নিশ্চিত করেছে।

ইসরাইল মিলিটারি জানিয়েছে, আইরন ডোম দিয়ে ক্ষেপণাস্ত্রটি পরাস্থ করতে ব্যর্থ হয়েছে তারা। ফলে তা সরাসরি তেল আবিব শহরের একটি পার্কে এসে পড়ে।

ইসরাইলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সংস্থা জানায়, এই হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন।

ইসরাইলের স্বাস্থ্যকর্মীরা বলছেন, তেমন কেউ গুরুতর আহত হননি। ভাঙা কাচের আঘাতে কেবল বেশ কয়েকজন আহত হয়েছেন।

এম এইচ//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন