আন্তর্জাতিক

অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে হচ্ছে ‘ভাল মানের’ ডিটেনশন সেন্টার

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (বামে) ও ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

ভারতে আটক হওয়াঅবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার ( বিশেষ কারাগার) বানাবে মহারাষ্ট্র রাজ্য সরকার। প্রদেশটির মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ এ কথা জানিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, সম্প্রতি আমরা দেখছি মাদক মামলা, অবৈধ অনুপ্রবেশের মামলায় অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। পাশাপাশি অনেক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছেন। এদের সবাই বিদেশী নাগরিক। তাদেরকে সরাসরি জেলে রাখা যায় না। তাদেরকে ডিটেনশন সেন্টারে রাখতে হবে।  

তিনি আরও বলেন, ডিটেনশন সেন্টার বানানোর জন্য বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) আমাদের জমি দিয়েছে। কিন্তু সেই জমিতে ভাল মানের ডিটেনশন সেন্টার বানানো যাবে না। এ জন্য আমরা বিএমসির কাছে আরেকটি জমি চেয়েছি, যেন মুম্বাইয়ে একটি ভাল ডিটেনশন সেন্টার বানানো যায়।” 

এর আগে বৃহস্পতিবার, রাজ্যটির থানে পুলিশের মানব পাচারবিরোধী সেল কল্যাণ এলাকা থেকে অবৈধভাবে বসবাসের অপরাধে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, আটক হওয়া দম্পতির একজন সবুজ সানোয়ার শেখ, অন্যজন বৃষ্টি সবুজ শেখ। তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে।  পাসপোর্ট আইন ও বিদেশি আইনের বিভিন্ন ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

যে বাড়িতে বাংলাদেশি দম্পতি অবৈধভাবে বসবাস করছিলো, সেই বাড়ির মালিক মুস্তফা মুন্সির বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। 

 

এনএস/     

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন