স্বাস্থ্য

চিকিৎসকদের শাহবাগ অবরোধ

ছবি: সংগৃহীত

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্ট গ্রাজুয়েটের প্রশিক্ষনার্থী চিকিৎসকরা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টা নাগাদ  চিকিৎসকরা রাস্তা অবরোধ করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর

আন্দোলনকারীদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (ডিএমজেএস) জানায়, আজ দুপুর ১২টা পর্যন্ত বেধে দেওয়া সময়ের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়ায় সারাদেশে আবারও কর্মবিরতিতে নেমেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

সংগঠনটি জানায়, ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন এবং ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা. আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম, সমন্বয়ক সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয়।

সেদিনই  (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে তাদের আশ্বস্ত করা হয়আজ পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি।

বিক্ষোভকারী চিকিৎসকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন ট্রেইনি চিকিৎসককে ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। এ টাকায় পরিবারের খরচপাতি বহন কোনোভাবেই সম্ভব নয়। এই ভাতা ৫০ হাজার টাকা করতে হবে।

চিকিৎসকরা বলেন, বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সচিব ও সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সবাই ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেছেন। দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথাও দিয়েছেন।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছেএটি আর স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা যৌক্তিক দাবিভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে। আজ রাস্তা অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন