বারাক ওবামার পছন্দের তালিকায় ভারতীয় ছবি!
বারাক ওবামার ২০২৪ সালের পছন্দের চলচ্চিত্র তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়ার ছবি ‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’। ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি আন্তর্জাতিক মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
২১ ডিসেম্বর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) শেয়ার করেন এই বছরের তাঁর প্রিয় কিছু সিনেমার তালিকা। সেই তালিকার প্রথম নামটিই পায়েল কাপাডিয়ার এই ছবির। তাঁর তালিকায় আরও রয়েছে ‘কনক্লেভ,’ ‘দ্য পিয়ানো লেসন,’ এবং ‘ডিউন: পার্ট টু’ সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা। ওবামা ক্যাপশনে লেখেন, “এই ছবিগুলো দেখে নেওয়ার জন্য আমি সুপারিশ করব।”
‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’ শুধু ওবামার পছন্দের তালিকায় জায়গা করেনি, বরং এটি কানের চলচ্চিত্র উৎসব ২০২৪-এ দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রি পুরস্কার জয় করেছে। ৩০ বছর পর কোনো ভারতীয় ছবি এই মর্যাদা অর্জন করেছে। যদিও পাম ডি’ওর পুরস্কার অল্পের জন্য হাতছাড়া হয়েছিল, তবুও ছবিটি আন্তর্জাতিক দর্শকদের মন জয় করেছে।
পায়েল কাপাডিয়া, যিনি অন্ধ্রপ্রদেশের কন্যা, তাঁর এই ছবিটি ভারতীয় সংস্কৃতি ও জীবনের সূক্ষ্ম চিত্র তুলে ধরেছে। এই সাফল্য শুধুমাত্র পায়েলের জন্য নয়, বরং পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বারাক ওবামার মতো একজন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় ভারতীয় ছবির অন্তর্ভুক্তি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাদের গর্ব প্রকাশ করেছেন এবং এই ছবিটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন।
‘অল উই ইম্যাজিন অ্যাজ় লাইফ’ শুধু ভারতের নয়, বিশ্ব চলচ্চিত্রের মঞ্চেও একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে। পায়েল কাপাডিয়ার এই কৃতিত্ব প্রমাণ করে, ভালো গল্প এবং সৃজনশীলতার শক্তি সীমানা পেরিয়ে মানুষকে একত্র করতে পারে।
জেডএস/