জয়া আহসান ও বেবী নাজনীন পাচ্ছেন বিশেষ সম্মাননা
বাংলাদেশের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের দুই উজ্জ্বল নক্ষত্র বেবী নাজনীন ও জয়া আহসান পাচ্ছেন বিশেষ সম্মাননা। কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ২৩তম ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের মাধ্যমে এই পুরস্কার তুলে দেবে তাদের হাতে।
২৮ ডিসেম্বর , ঢাকার শেরাটন হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। সিজেএফবি সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সঙ্গীত ও চলচ্চিত্র জগতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা।
বেবী নাজনীন, যিনি অনেক বছর ধরেই গানের জগতে জনপ্রিয়, এই সম্মাননায় দারুণ আনন্দিত। তিনি বলেন, শিল্পীদের যথাযথ মূল্যায়ন ও সম্মানিত করা শিল্পী সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিজেএফবিকে ধন্যবাদ জানান এই স্বীকৃতির জন্য।
অন্যদিকে, জয়া আহসান, যিনি দুই বাংলায় তাঁর অভিনয়ের জন্য প্রশংসিত, এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত। তিনি মনে করেন, শিল্পের মূল্যায়ন সবসময় একজন শিল্পীকে অনুপ্রাণিত করে এবং সম্মানিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একই মঞ্চে আজীবন সম্মাননা প্রদান করা হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে।
সিজেএফবি ১৯৯৯ সালে দেশের শীর্ষ দৈনিক, টেলিভিশন, এবং অনলাইন মিডিয়ার সাংস্কৃতিক সাংবাদিকদের নিয়ে গঠিত হয়। এই সংগঠন দীর্ঘদিন ধরে সঙ্গীত, নাটক, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে আসছে।
জেডএস/