জাতীয়

এক বছর সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল

বছরখানেক (এক বছর) সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন। রাজনৈতিক ঐক্য থাকলে সংস্কারগুলো বদলাতে বা বাতিল করা কঠিন হবে। বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা এসব কথা বলেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘উচ্চ আদালতের বিচারক নিয়োগ আইনের খসড়া মতামতের ভিত্তিতে চুড়ান্ত হবে। এ বিষয়ে আগামী শনিবার আলোচনায় বসবে বিচার বিভাগীয় সংস্কার কমিশন।’

তিনি জানান, স্বচ্ছতার ভিত্তিতে বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে সংস্কার কমিশন। আইনটি বাস্তবায়ন হলে বিচারক পদে আর দলীয় সমর্থকদের নিয়োগের সুযোগ থাকবে না।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে উচ্চ আদালতের ক্ষমতার অব্যবহার করা হয়েছিল। নির্যাতন যন্ত্রকে আরও নির্মম করে সাধারণের অধিকার হরণের চর্চা চালু ছিলো। বিচার বিভাগকে মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

ড. আসিফ নজরুল জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান জাতীয় ঐকমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে মৌখিক সম্মতি দিয়েছেন।

আইন উপদেষ্টা জানান, আগামী ছয় মাসের মধ্যে বিচার বিভাগের জন্য স্বাধীন একটি সচিবালয় গঠন করা হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন