অপরাধ

মেঘনায় সেই জাহাজ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আরও দুইজনের মৃত্য

চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতজন। তাঁদের সবার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। কারও কারও ছিল গলাকাটা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আনিসুর রহমান গণমাধ্যমকে আরও দুজনের মৃত্যুর কথা জানান।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা এমভি আল বাখেরার চালক ও অন্যান্য কর্মীদের হত্যা করে। তবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। হাসপাতালে নেয়ার পর একজন কাগজে লেখেন যে,তাঁর নাম জুয়েল। গলা আংশিক কাটা থাকায় তিনি কথা বলতে পারছিলেন না।

এর আগে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার জানিয়েছিলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। যেহেতু জাহাজ থেকে কোন সার খোয়া যায়নি। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

জাহাজটি চট্রগ্রাম থেকে সার নিয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলো বলে জানা গেছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন