শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠি পেয়েছে দিল্লি
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে একটি কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। আর এই কূটনৈতিক নোট পাওয়ার কথা স্বীকার করেছে ভারত।
সোমবার(২৩ ডিসেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
রণধীর জয়সওয়াল বলেন, 'প্রত্যর্পণের বিষয়ে আমরা বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে একটি নোট পেয়েছি। তবে এই মুহূর্তে বিষয়টিতে বলার মত আমার কাছে কিছু নেই।'
এর আগে, বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা যে দিল্লিকে একটি কূটনৈতিক নোট দিয়েছে, তা নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গেলো ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেই শেখ হাসিনা। পরে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের অনেক মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল।
এনএস/