ক্রিকেট

আমির জাঙ্গু এবার সুযোগ পেলেন টেস্ট দলে

ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

প্রথমবারের টেস্ট দলে ডাক পেলেন আমির জাঙ্গু। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই দলে ডাক পেয়েছেন এই উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটার।

সবশেষ বাংলাদেশের বিপক্ষে দারুণ সময় কেটেছে তার। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ৩২১ রান করে বাংলাদেশ। সেই রান টপকাতে জাঙ্গুর ব্যাটে আসে সেঞ্চুরি, ম্যাচটি জিতেও যায় ক্যারিবিয়ানরা।

প্রথম শ্রেণির ক্রিকেটে জাঙ্গু উজ্জ্বল। তিনি ৪৯ টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। ওয়ানডে ফরম্যাটে সবশেষ ৫ ইনিংসের মধ্যে ৩ ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। এছাড়াও একটি শতরানের ইনিংসও আছে।

সাদা পোশাকে চারদিনের ম্যাচে ৬৩ এর বেশি গড় নিয়ে ৫০০ রান করেছেন। যেখানে ২ সেঞ্চুরি ও ১ টি হাফ সেঞ্চুরি ছিল। পাঁচ ম্যাচ শেষ করে ত্রিনিদাদ ও এন্ড টোবাগোর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গু।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন গুদাকেশ মোতি। পাকিস্তান সিরিজে ডাক পেয়েছেন মোতি। শামার জোসেফ চোটের কারণে দলে নেই, আলজারি জোসেফ ব্যক্তিগত কারণে এই সিরিজ খেলছেন না।

আগামী ১৬ থেকে ২০ তারিখ করাচিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর মুলতানে জানুয়ারির ২৪ থেকে ২৮ তারিখ হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন