মুক্তিযোদ্ধা লাঞ্চনার ঘটনায় শনাক্ত ৭, গ্রেপ্তারে চলছে অভিযান
ভিডিও ফুটেজ দেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে লাঞ্চনার ঘটনায় ৭ জনকে শনাক্ত করা হয়েছে। তবে ২৪ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।
গত সোমবার (২৩ ডিসেম্বর) থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আগেই জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। সরকারের উচ্চ পর্যায় থেকে জড়িতদের প্রেপ্তারের নির্দেশ এসেছে।
জানা যায়, গত রোববার চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করা হয়। জুতার মালা পরিয়ে এলাকা ত্যাগ করার নির্দেশ দেয়া হয়। পরে তিনি ফেনীতে চলে যান। তাঁর গ্রামের বাড়ি ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে নেটিজেনরা। জড়িতদের শাস্তির দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলা বিএনপি।
আই/এ