গাজীপুরে সেই কারখানায় পুড়ে যাওয়া তিন মরদেহের পরিচয় শনাক্ত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (মোল্লাপাড়া) এম অ্যান্ড ইউ ট্রিমস (বোতাম) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত তিন শ্রমিকের পরিচয় মিলেছে ।
গত সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় নিহতরা হলেন লালমনিরহাট জেলা সদর থানার তালুকহারাটি গ্রামের মজমুল হক (২১), দিনাজপুরের হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের সোহাগ সরকার (৩২) এবং গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মহরতপুর গ্রামের শাওন (২২)। নিহতরা ওই কারখানায় রঙমিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের সঙ্গে রঙের কাজ করা সোহান জানান, তিনিসহ মোট ৯ জন রঙ করার কাজ করছিলেন।তাদের মধ্যে মজমুল হক, সোহাগ সরকার এবং শাওন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আহত অন্যান্যদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
টঙ্গী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, কারখানার দক্ষিণ পাশের টিনশেডের ওয়েস্টেজ কেমিক্যাল গুদামঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। সেখানে কোনও বৈদ্যুতিক লাইনের সংযোগ তারা পাননি। প্রাথমিভাবে তারা ধারণা করছেন, যারা রঙের কাজ করছিল তারা ধূমপান অথবা রঙ গলানোর জন্য আগুনের সহযোগিতা নিয়েছিল কিনা তা জানতে হবে। অগ্নিকাণ্ডে কারখানার বৈদ্যুতিক লাইন পুড়ে সিসিটিভি ক্যামেরা অচল থাকায় আমার আগুন লাগার সূত্রপাত সম্পর্কে তারা এখনও নিশ্চিত নন।
আই/এ