খেলাধুলা

স্বাধীন বাংলা ফুটবল দলকে মুক্তিযুদ্ধ খেতাব প্রদানের চেষ্টা করবো: তাবিথ আউয়াল

স্বাধীন বাংলা ফুটবল দলকে সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান করার জন্য চেষ্টা করা হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বুধবার (২৫ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাফুফে সভাপতি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একটি বিশাল ভূমিকা পালন করেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের সাথে এই ফুটবল দলের যে একটি বিশাল ভূমিকা রয়েছে এটি এই প্রজন্মের অনেকেই জানেন না। তাই আমরা চেষ্টা করছি স্বাধীন বাংলা ফুটবল টিমকে সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের খেতাব বা স্বীকৃতি প্রদান করার জন্য

তিনি আরও বলেন, আমরা আগামীতে দেখতে চাই একজন বা দুইজন নয় প্রতিবছরই যেন জেলা ও উপজেলা পর্যায় থেকে ছেলে এবং মেয়ে উভয় দলের জন্যই ফুটবল প্লেয়ার উঠে আসে। সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। এবং এই বছরই আমরা যে এশিয়া কাপ কোয়ালিফাইং খেলছি সেখানে আমাদের ছেলে এবং মেয়ে উভয় টিমই কোয়ালিফাই করবে।

বাংলাদেশের নারী ফুটবলারদের প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, আমাদের নারীরা সীমিত রিসোর্স নিয়ে আমাদের ফুটবলের জন্য যে অর্জন এনে দিয়েছে সেটি সত্যিই অভাবনীয়। তাদের এই সাফল্যে দেশের বাইরে আমাদের নারী ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে যেটি আমাদের দেশের জন্য অনেক সুনামের। সে জায়গা থেকে আমাদের কমিটমেন্ট থাকবে এবং তারাও ডিজার্ভ করে আরো ভাল রিসোর্স। আমরা নারী খেলোয়াড়দের ডিগিনিটিও এক লাখ টাকা রাখতে চাই পাশাপাশি নারী এবং পুরুষ উভয় খেলোয়াড়ই যারা দেশের জন্য অর্জন বয়ে আনবে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবো। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন