দেশজুড়ে

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তা, ১০ জনের বিরুদ্ধে মামলা

বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। ছবি-সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আব্দুল হাই কানু বাদী হয়ে বুধবার বিকালে চৌদ্দগ্রাম থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নামোল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।  

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা চাঁদা দাবিসহ ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার-উজ জামান গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন 

কয়েকজন মুক্তিযোদ্ধার মাধ্যমে আব্দুল হাই কানু স্বাক্ষরিত অভিযোগটি চৌদ্দগ্রামের থানায় প্রেরণ করার পর মামলাটি রেকর্ড করা হয়েছে।

মামলায় অভিযুক্তরা হচ্ছেন, চৌদ্দগ্রামের কুলিয়ারা গ্রামের প্রবাসী আবুল হাশেম মজুমদার (৪৮), ওহিদ মজুমদার (৪০), রাসেল (৩০), ইসমাইল মজুমদার (৪০), বেলাল মজুমদার (৪৫), পেয়ার আহাম্মদ মজুমদার (৩৭), নয়ন মজুমদার (৩২), এমরান (৩৪), পাতড্ডা গ্রামের শিমুল (৩৫), শনপুর গ্রামের রুবেলসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ১০/১২ জন। এদের মধ্যে এর আগে গত মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে শুধুমাত্র ইসমাইল মজুমদারকে এ মামলায় আসামিভুক্ত করা হয়েছে

এর আগে, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার পাঁচজনকে আটক করে পুলিশ।

ওইদিন ফেনী আদালত ভবনের সামনে থেকে মামলার অভিযোগের কপি ছিনতাই করা হয় বলে অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু।

 

 এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন