গাজায় ইসরাইলি হামলায় ৫ সাংবাদিক নিহত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। গাজার একটি হাসপাতালের পাশে ইসরাইলি বাহিনী হামলা চালালে পেশাগত দায়িত্ব পালনকালে প্রাণ হারান তারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
আল জাজিরার আনাস আল-শরিফ জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কাভার করছিলেন এবং সেসময় তাদের ব্রডকাস্টিং গাড়িতে বিমান হামলা চালায় ইসরাইল।
নিহত সাংবাদিকরা হলেন; ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে গাজা ভূখণ্ডে একটি গাড়িকে পুড়তে দেখা যায়। যার গায়ে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দ লেখা রয়েছে।
কুদস নিউজ নেটওয়ার্ক জানায়, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে। এদিকে ইসরাইলের পক্ষ থেকে এই হামলা ও হত্যাকাণ্ড নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এম এইচ//