কেমন প্রেমিক চান অনন্যা পাণ্ডে? জানালেন নিজের পছন্দের কথা
চলতি বছরে একাধিক ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য রয় কাপূরের সঙ্গে দুই বছরের সম্পর্ক ভেঙে গেছে তার। তবে মন ভাঙার পরও নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। যদিও নতুন প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো সম্পর্কে সরাসরি কিছু বলেননি বলিউড এই অভিনেত্রী। তবে কেমন প্রেমিক পছন্দ, তা নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, তিনি খুব আবেগপ্রবণ মানুষ। কথায় কথায় চোখে জল আসা তার স্বাভাবিক বিষয়। তাই এমন একজন সঙ্গী চান, যার কাঁধে মাথা রেখে মন হালকা করা যাবে। তার মতে, প্রেমিকের দরকার শুধু মন দিয়ে কথা শোনা। সমস্যার সমাধান দিতে হবে, এমনটা নয়।
অনন্যার ভাষায়, 'আমি চাই কেউ আমার সমস্যার কথা মন দিয়ে শুনুক। অনেকেই ভাবে, সমস্যার কথা বললে সমাধান খুঁজে দিতে হবে। কিন্তু আমার জন্য শুধু কথা বলা আর হালকা হওয়াই যথেষ্ট। এমন একজন চাই, যার পাশে আমি নিরাপদ বোধ করব'।
এছাড়া, অনন্যা বিশ্বাস করেন, রাগের সময় মানুষের প্রকৃত স্বভাব ধরা পড়ে। তিনি বলেছেন, 'ভাল সময়ে তো সবাই ভদ্র লাগে। কিন্তু মতবিরোধ বা ঝগড়ার সময় কে কীভাবে আচরণ করে, সেটাই আসল। তখন বোঝা যায়, সঙ্গী আপনাকে সম্মান করছে কি না'
বর্তমানে অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে। প্রেম ও সম্পর্ক নিয়ে তার এই মন্তব্য সত্যিই মন ছুঁয়ে যায়। আর এমনই সঙ্গীর খোঁজ করছেন এই তরুণ অভিনেত্রী।
জেডএস/