বিনোদন

টলিউডে এ বছর যাদের বিয়ের সানাই বেজেছে

ছবি: সংগৃহীত

২০২৪ সাল যেন টলিউডে বিয়ের সানাইয়ে ভরা। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, সেলিব্রিটি বিয়ে নিয়ে মেতেছিল গোটা ইন্ডাস্ট্রি। ভ্যালেন্টাইন্স ডে-তে শুরু হওয়া এই রোমাঞ্চকর বিয়ের গল্পগাঁথা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়। চলুন দেখে নেওয়া যাক, সেই পাঁচ তারকা দম্পতির বিয়ের কাহিনী।

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ

ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই আইনি বিয়ে সেরে ফেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। দীর্ঘদিনের প্রেমের পর মার্চে বিয়ের পরিকল্পনা ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তার আগেই সাতপাক ঘোরেন তারা। বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি চমক ছিল একটি বোর্ড 'সাংবাদিক, গাড়ির চালক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষেধ'!

 রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র

১৯ এপ্রিল, রাতুল ও রূপাঞ্জনা রীতিমতো জমকালো অনুষ্ঠানে বিয়ের পিঁড়িতে বসেন। এই বিয়েতে রূপাঞ্জনা তার একমাত্র সন্তান রিয়ানকে পাশে পেয়েছেন। তাদের সম্পর্ক এবং সেই দিনটি ছিল এক আবেগঘন মুহূর্ত।

 আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী

‘মিঠাই’ ধারাবাহিকের ‘দিদিয়া’ এবং ‘সিদ্ধার্থ’-এর রসায়ন এবার বাস্তবজীবনে পূর্ণতা পেল। ৯ মে ধুমধাম করে বিয়ে করেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। ধারাবাহিকের সেটে শুরু হওয়া প্রেম শেষ হলো বিয়ের মণ্ডপে।

সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়

অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায় একাধিকবার প্রেমের গুঞ্জনে ছিলেন আলোচনায়। শেষমেশ ১৪ জুলাই খামারবাড়িতে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিদেশে আংটি বদলের পর দেশি স্টাইলে এই বিয়ে ভক্তদের মন জিতে নেয়। শোভনের গান আর সোহিনীর রূপ এক দুর্দান্ত স্মৃতির জন্ম দেয়।

 

 রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার

সবচেয়ে মজার বিয়ে ছিল অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকারের। হাসি-ঠাট্টায় ভরা এই বিয়ের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে। আটপৌরে খয়েরি বেনারসি আর সোনার গয়নায় রূপসা একেবারে লক্ষ্মীমন্ত লাগছিলেন। হাসির মেজাজে তাঁদের শুভদৃষ্টি যেন এক অন্য মাত্রা যোগ করে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন