খেলাধুলা

মেলবোর্ন টেস্ট

ভারতের আলো-আঁধারি ইনিংস, চালকের আসনে অস্ট্রেলিয়া

ভিরাট কোহলির উইকেট নিয়ে উচ্ছ্বসিত স্কট বোল্যান্ড ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

মেলবোর্ন টেস্টে চালকের আসনে এখনো অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ভারত পিছিয়ে আছে ৩১০ রানে। যেখানে হাতে কেবল ৫ উইকেট সফরকারী দলের। এর আগে ৪৭৪ রান করে প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাত সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছেন স্টিভ স্মিথ। তার ব্যাটে আসে ১৪০ রানের ইনিংস। অধিনায়ক প্যাট কামিন্স প্রয়োজনের সময় নিজেকে ফুটিয়ে তুলেছেন এখানেও। তার ব্যাটে আসে ৪৯ রান।

শেষ পর্যন্ত ৪৭৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩ উইকেট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে রোহিত শর্মার উইকেট হারায় ভারত। প্যাট কামিন্সের শিকার হয়ে ভারতীয় অধিনায়ক বিদায় নেন। লোকেশ রাহুল ইনিংস বড় করতে পারেননি, ২৪ রানে ফিরেছেন। তখন ভারতের সংগ্রহ ৫১ রান।

এরপর ওপেনার যশস্বী জয়সোওয়াল ও ভিরাট কোহলি মিলে জুটি গড়ে তোলেন শত রানের জুটি। তবে এরপরেই যেন কি হয় জয়সোওয়ালের। একটি সিঙ্গেল নিতে গিয়ে কোনো কিছু না ভেবেই দৌড় দেন, আর ফিরতে হয় রানআউট হয়ে। ১১৮ বলে ৮২ রানের ইনিংস শেষ হয়, তার ইনিংসে ১১ টি চার ও ১ টি ছক্কা ছিল।

একটু পর কোহলিও আর মাঠে থাকলেন না। স্কট বোল্যান্ডের ডেলিভারিতে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে আটকে যান। তাকে ফিরতে হয় ৮৬ বলে ৩৬ রান করে। এতে মাত্র ৮ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

দিনের শেষভাগে আকাশ দ্বীপ নামেন ব্যাট হাতে। কিন্তু তিনিও বোল্যান্ডের শিকার হন। এরপর রিশাব পান্ট ৬ ও রবীন্দ্র জাদেজা ৪ রানে অপরাজিত ছিলেন। আর ভারত ৫ উইকেট হারিয়ে ১৬৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন