দেশ এখনো সৎ নেতৃত্ব থেকে বঞ্চিত: জামায়াত আমির
বাংলাদেশে খনিজসম্পদসহ আরও অনেককিছু থাকলেও, সৎ নেতৃত্ব থেকে দেশ এখনো বঞ্চিত রয়ে গেছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) যশোর জেলা ঈদগাহ মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ স্বাধীন হয়েছে—এর প্রথম কৃতিত্ব মহান আল্লাহ তায়ালার। এরপর আমাদের গর্বের সন্তানদের। আমাদের সন্তানরা একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। রংপুরে আমাদের এক সন্তান আবু সাইদ বুক চিতিয়ে বলেছিল ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর’। মনে করেছিল গুলি করা হবে না। ন্যায়সংগত দাবিতে ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছিল। ভেবেছিল তাকে পুলিশ গুলি করবে না। কিন্তু পুলিশ পর পর তিনটি গুলি করে শেষ করে দিয়েছিল।
জামায়াত আমির যোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যে রাষ্ট্রে আকাশ-পাতাল ব্যবধান থাকবে না নাগরিকদের মধ্যে। কেউ গাছ তলা আবার কেউ ২০ তলায় থাকবে না। বিচার বিভাগকে মেরুদন্ড সোজা করে দেওয়া হবে; যাতে রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় চোখে না দেখে একই চোখে দেখে। বিচার যদি কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না। চাঁদাবাজ দখলদার ঘুষ অফিস আদালত বৈষম্য দূর করা হবে। মানবিক বাংলাদেশে ফ্যাসিবাদ, সম্রোজ্যবাদ থাকবে না। এখানে কোনো সংখ্যালঘু নাই। ধর্ম নিয়ে বিভাজন-বিভেদ চলবে না। নারীরা অধিকার সম্মান পেয়ে বলবেন আমি এই দেশের গর্বিত মা।
এম এইচ//