খেলাধুলা

এমসিসির সম্মাননা পেলেন শচীন টেন্ডুলকার

ছবি: সংগৃহীত

শচীন টেন্ডুলকারকে সম্মানিত করলো মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসির সম্মানসূচক সদস্যপদ দেয়া হয়েছে এই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমসিসি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্লাবটি জানায়, আমরা একজন আইকনকে সম্মান জানালাম। এমসিসি আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে, খেলায় অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারকে একটি সম্মানসূচক সদস্যপদ প্রদান করা হয়েছে।

এখন মেলবোর্নে চলছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৫ টি টেস্ট, ৭ টি ওয়ানডে খেলেছেন শচীন। যেখানে ১৭ ইনিংস খেলে প্রায় ৪০ গড়ে ৬৩৯ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরির সাথে আছে ৫ টি ফিফটি।

এর আগেও সিডনি ক্রিকেট ক্লাব, ইয়র্কশায়ার ক্রিকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন শচীন। এছাড়াও ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন ২০১০ সালে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন