চারদিনেও উদ্ধার হয়নি কুয়ায় আটকে পড়া সেই শিশু
ভারতের রাজস্থানে কুয়াতে পড়ে যাওয়া তিন বছরের শিশু চেতনাকে ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি। গেলো ২৪ ডিসেম্বর রাজস্থানের কোতপুতলি-বেহরোর জেলার সরুন্ড এলাকায় চেতনা নামের এক শিশু খেলার সময় ৭০০ ফুট গভীর একটি কুয়াতে পড়ে যায় । প্রথমে তার বাবা-মা বিষয়টি বুঝতে পারেননি। পরে কুয়ার ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে চেতনা কুয়োতে পড়ে গিয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে প্রতিবেশীদের সাহায্যে চেতনার বাবা-মা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে কুয়ার গভীরতা বেশি হওয়ায় তারা ব্যর্থ হন। খবর পেয়ে উদ্ধারকারীরা এসে গভীর রাতে শিশুটিকে উদ্ধারে বোরওয়েলে একটি রিং রড ঢোকান। কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়।
কোটপুতলি-বহরোড়ের জেলাশাসক কল্পনা আগরওয়াল বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) ৭০০ ফুট কুয়ায় একটি শিশু পড়ে যায়। কুয়ার ১৫০ ফুট গভীরে আটকে ছিল সে। কিন্তু আধুনিক কৌশল ব্যবহার করে শিশুটিকে ৩০ ফুট পর্যন্ত তুলে আনা হয়েছে। তার পর থেকেই নানা রকম জটিলতা সৃষ্টি হয়। বৃষ্টির জন্যইবেশি সমস্যা হচ্ছে উদ্ধার কাজে। এখনও ১২০ ফুট উপরে তুলে আনতে হবে চেতনাকে। প্রায় তিন দিন খাবার, পানি ছাড়া বেঁচে রয়েছে সে। তাকে কুয়া থেকে বের করে আনা হবে উৎকণ্ঠার প্রহর গুনছেন সবাই।
জাতীয় ও রাজ্য বিপর্যয় বাহিনীর উদ্ধারকারীরা গেলো চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত থেকে ভারী বর্ষণের কারনে উদ্ধার কাজে বাধা দেখা দিয়েছে।
জেডএস/