দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৪৭
১৭৫ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ইয়নহাপ সংবাদ সংস্থা এ খবর নিশ্চিত করেছে।
জেজু এয়ারের উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিলো। দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।
প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধারের খবর দিয়েছে দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপ। উদ্ধার কার্যক্রম চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
ওয়াই,এ,এস