ফের এক হচ্ছেন হলিউড তারকা জুটি লোপেজ- অ্যাফ্লেক!
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ এবং হলিউড অভিনেতা-প্রযোজক বেন অ্যাফ্লেক। চলতি বছরের ২০ আগস্ট হলিউডের এই জনপ্রিয় জুটির বিবাহ বিচ্ছেদের ঘোষণা আসে।
তাদের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। নিন্দুকদের অনেকেই ভেবেছিলেন দু’জনার দু’টি পথ বুঝি এবার সত্যি সত্যি দু’দিকে বেঁকে গেছে। তবে নিন্দুকদের ভাবনাকে গুড়িয়ে দিয়ে তাদের ফের একসঙ্গে থাকার ইঙ্গিত মিলেছে।
সম্প্রতি সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে প্রকাশ হওয়া এক গুচ্ছ ছবি তাই-ই প্রমাণ করে।
কয়েকদিন আগেই বেন অ্যাফ্লেক তার সাবেক স্ত্রী জেনিফার গার্নারের সাথে বাচ্চাদের নিয়ে বেশ ভালো সময় কাটিয়েছেন। গার্নারের সাথে থ্যাঙ্কসগিভিং পার্টিতেও সময় কাটিয়েছেন বেন।
তাদের একান্তে সময় কাটানোর ছবি প্রকাশ হওয়ার পরই সবাই ভেবে নিয়েছিলো, আর বোধ হয় লোপেজের সাথে দেখা যাবে না বেনের। দু’জনের পথ আলাদাই হয়ে যাচ্ছে সহসাই।
তবে চলতি বছরের ২২ ডিসেম্বর হঠাৎ করেই সোহো হাউজে পপ সুপার স্টার লোপেজের সঙ্গে ক্রিসমাস উপহার বিনিময় করতে দেখা যায় বেন অ্যাফ্লেককে।
একসঙ্গে তাদের এমন আনন্দ উদযাপন দেখে খবর চাউর হয়েছিলো, আলাদা হয়েও তারা আসলে একে অপরের জীবনের সাথে জড়িয়ে আছেন! তাহলে কি সব ব্যক্তিগত মতপার্থক্যকে একপাশে সরিয়ে রেখে তারা আবার এক হচ্ছেন?
মার্কিন পপ সুপারস্টার জেনিয়ার লোপেজ ২০০১ সালে বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন। ২০০২-এর নভেম্বরে বাগদানও সারেন হলিউডের এই বহুল চর্চিত জুটি। পরের বছর বিয়ে হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি।
২০০৪ সালে ভেঙে যায় তাঁদের তাদের সম্পর্ক। মাঝে কেটে গেছে ১৮টি বছর। এসময়ে দুই তারকাই আলাদা সংসার পেতেছিলেন কিন্তু সেগুলো বেশিদিন স্থায়ী হয়নি।
প্রায় দেড় যুগ পর ২০২১ সালের এপ্রিলে এসে আবারও তারা এক ছাদের নিচে বসবাস করতে থাকেন। বিশ বছর পর ২০২২ সালের এপ্রিলে দ্বিতীয় এনগেইজমেন্ট ঘোষণা করেন লোপেজ-অ্যাফ্লেক। একই বছরের ১৬ জুলাই তাদের বিয়ে সম্পন্ন হয়।
বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের জীবনের গল্প সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তুমুল প্রেম, বাগদানও সম্পন্ন হয়, ঠিক তখন হঠাৎ করেই আসে তাদের বিচ্ছেদের ঘোষণা।
এরপর দীর্ঘ সময় গড়িয়েছে, দু’জনেই ভিন্ন সম্পর্কে থিতু হয়েছিলেন। তবে নিয়তি বোধ হয় তাদের পুনর্মিলন চেয়েছিলো। শেষ পর্যন্ত সেটাও হয় ২০২২ সালে। তবে দুই বছর গড়াতেই সম্পর্ক ভেঙ্গে যায় এই দম্পতির।
কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তারা আবার একসঙ্গে! শুধু তাই নয়, দারুণ ছুটির আনন্দ উপভোগ করছেন বেন-লোপেজ!
মূলত জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ক্রিসমাস উপহার বিনিময়ের জন্য এদিন এক হয়েছিলেন। ২০২১ সালে শেষবার এই দম্পতিকে এমনভাবে পরিবারের সাথে সময় কাটাতে দেখা গিয়েছিলো।
একটি বিশাল পারিবারিক আয়োজনে তারা একসাথে হয়েছিলেন। সেখানে ছিলেন বেনের সাবেক স্ত্রী জেনিফার গার্নারও। এমনকি বেন-গার্নারের ৩ সন্তান উপস্থিত ছিলেন।
অন্যদিকে, লোপেজের সঙ্গে ছিলো তার আগের পক্ষের ২ যমজ সন্তান। লোপেজের প্রাক্তন স্বামী মার্ক অ্যান্থনিও সেদিন উপস্থিত ছিলেন।
জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেকের এক ঘনিষ্ঠ সূত্র মার্কিন সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’কে জানিয়েছে, দুই বছরের একটি চমৎকার রোমান্টিক সম্পর্ক ভাঙার পরও তারা একে অপরের জীবনে বন্ধু হয়েই থাকবেন।
ফের বিয়ের পিঁড়িতে না বসলেও তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবেন।
এমআর//