দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা বিষয়ে হাইকোর্টের রুল
হঠাৎ করে বাংলা জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যায় ব্যাপক পরিবর্তন এনেছে তথ্য মন্ত্রণালয়। এই পরিবর্তনের ফলে কয়েকটি পত্রিকার সরকারি বিজ্ঞাপনের দাম বাড়বে বা কমবে। এর বাইরেও প্রচার সংখ্যা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে কোনো কোনো মহলে। তাদের অভিযোগ বাজারে আসেনি এমন পত্রিকার প্রচার সংখ্যা রাতারাতি ৭০ থেকে ৮০ হাজার বৃদ্ধি করা হয়েছে।
এসব নিয়ে গেলো ১৪ সেপ্টেম্বর ‘বাংলা জাতীয় দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা পরিবর্তনে তুঘলকি কাণ্ড!’ শিরোনামে একটি পত্রিকায় প্রতিবেদন ছাপে। এই প্রতিবেদন বিষয়ে হাইকোর্টে ৯ অক্টোবর একটি রিট দায়ের করেন মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন।
রিটটির বিষয়ে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুল দেন। এতে তথ্য সচিব, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
এসময় আদালত মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকার প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার ও পুনঃ ক্রম তালিকা কেন কর্তৃত্ব বহির্ভূত ও বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান। একই পুনরায় আইনানুযায়ী ও বিধি মোতাবেক প্রচার সংখ্যা, বিজ্ঞাপন হার ও তালিকাক্রম নিরূপণ ও নিশ্চিত করতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ফারহাত জাহান শিরিন।
বিপ্লব আহসান