আলোচনায় জয়সোয়ালের আউট ও বাংলাদেশের সৈকত
প্যাট কামিন্সের বাউন্সারে হুক খেলতে গেলেন ৮৪ রানে ক্রিজে থাকা যশস্বী জয়সোয়াল। ব্যাটে ঠিকঠাক না হওয়ায় উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসবন্দি হয় বল। কামিন্সদের জোরালো আবেদনে মাঠের আম্পায়ার জো উইলসন সাড়া দেননি। রিভিউ নেয়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া দল। এই ম্যাচে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার প্রযুক্তির সাহায্যে বারবার দেখছিলেন ঘটনাটি। স্নিকো মিটারে ব্যাটে বল লেগেছে এমন কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তবে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল, জয়সোয়ালের গ্লাভসে কিঞ্চিৎ ডিফ্লেকশন হয়েছে।
এই ডিফ্লেকশনকে প্রমাণ হিসেবে নিয়ে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা সৈকত। প্রযুক্তিকে নয় বরং নিজের দেখার ওপর এ ধরনের সিদ্ধান্ত বেশ জটিল ও সাহসী হয়ে থাকে। যার দৃশ্যায়ন হচ্ছে ভারত ও ভারতের বাইরে থেকে করা বিভিন্ন মন্তব্যে।
ভারতের সমর্থকরা জয়সোয়ালের আউটের এই সিদ্ধান্ত মানতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বিভিন্ন মন্তব্য করছেন। অন্যদিকে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে এটা স্পষ্ট আউট। আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টফেল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
মেলবোর্ন টেস্টে ১৮৪ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বড় এই জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। জয়সোয়ালের উইকেট ছিল ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাঁহাতি ব্যাটার আউট হওয়ার পর, ভারতের ড্র করার স্বপ্নও হাতছাড়া হয়ে যায়।
ম্যাচশেষে তাই রোহিত শর্মা, আউটের সিদ্ধান্তকে মেনে নিলেও যেন সন্তুষ্ট হতে পারছিলেন না। তাদের সঙ্গেই বেশিরভাগ সময় এ ধরনের ঘটনা ঘটে বলে মনে করেন এই ভারতীয় অধিনায়ক।
এম এইচ//