বিনোদন

কাঁদতে কাঁদতে কৃতি বলেন, ‘আমি আর পারছি না’!

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের জীবন যেন চাকচিক্যে ভরা এক স্বপ্নময় রঙের জগৎ ভেবে থাকেন অনেকেই। কিন্তু বাস্তবতা অনেকটাই আলাদা। সম্প্রতি অভিনেত্রী কৃতি শ্যানন জানিয়েছেন তার একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা। কাজের চাপ আর ক্লান্তিতে তিনি এক সময় একেবারে ভেঙে পড়েছিলেন।

কৃতি শ্যানন সম্প্রতি শেয়ার করেছেন তার ‘ভেড়িয়া’ ছবির প্রচারকালীন অভিজ্ঞতা। অভিনেত্রী জানিয়েছেন, ছবির প্রচার খুবই কঠিন এবং ক্লান্তিকর। সেই বছর তার আরও দুই-তিনটি ছবি মুক্তি পেয়েছিল। ফলে ‘ভেড়িয়া’ ছবির প্রচারের জন্য তাকে দুই-তিন সপ্তাহ ধরে বিভিন্ন শহরে ঘুরতে হয়। প্রতিদিনই দিন-রাত কাজে ব্যস্ত থাকতে হয়েছে।

কৃতি বলেন, একই উত্তর বারবার দেয়া, প্রতিটি সাক্ষাৎকারে একই কথা বলা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। এমনকি সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের উত্তরও তার মুখস্থ হয়ে গিয়েছিল! প্রচারের শেষ দিনে একটি রিয়্যালিটি শো-তে যাওয়ার আগে ভ্যানিটি ভ্যানে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই হঠাৎ তিনি কেঁদে ফেলেন এবং বলেন, ‘আমি আর পারছি না। খুব ক্লান্ত আমি।’এই কথায় চারপাশের সবাই হতবাক হয়ে যায়।

কৃতি শেয়ার করেছেন, কাজের চাপে তার মানসিক স্বাস্থ্যের উপরেও প্রভাব পড়েছিল। এতটা ক্লান্তি তাকে ভেঙে দিয়েছিল। তবে তিনি এটাও জানিয়েছেন যে, যতই পরিশ্রম হোক, তিনি তার কাজকে ভীষণ ভালোবাসেন।

কৃতি শ্যাননকে শেষ দেখা গেছে ‘দো পত্তি’ ছবিতে, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন