ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা
ভারতের সাম্প্রতিক এক সমীক্ষায় 'দরিদ্রতম মুখ্যমন্ত্রী' হিসেবে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) নামের এক বেসরকারি সংস্থা এ তথ্য প্রকাশ করেছে।
সোমবার (৩১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ লাখ টাকার সম্পত্তি রয়েছে।
অন্যদিকে দেশটির ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, যার ৯৩১ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি আছে।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মমতা বন্দোপাধ্যায়।
জেডএস/