প্রিয় কমরেড সম্বোধন করে পুতিনকে নববর্ষের শুভেচ্ছা কিমের
দ্বিপাক্ষিক ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করে রুশ নেতার কাছে চিঠি দিয়েছে উত্তর কোরিয়া। চিঠিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'প্রিয় বন্ধু ও কমরেড' সম্বোধন করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেসিএনএ জানিয়েছে, নববর্ষের শুভেচ্ছা বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'প্রিয় বন্ধু ও কমরেড' হিসাবে অভিহিত করেছেন কিম জং। উত্তর কোরিয়ার নেতা ভ্রাতৃত্বপূর্ণ রুশ জনগণ এবং সাহসী রুশ সেনাবাহিনীর সমস্ত কর্মীদের নিজের পক্ষ থেকে, কোরিয়ান জনগণ এবং সশস্ত্র বাহিনীর সমস্ত কর্মীদের পক্ষে থেকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
একই সঙ্গে নতুন বছরে দুই দেশের অর্থপূর্ণ সম্পর্ক ও নতুন নতুন প্রকল্পের যাত্রা শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কিম। ইউক্রেনের যুদ্ধের বিষয়ে কিম জং উন বলেন, ২০২৫ সালে রুশ সেনাবাহিনী ও জনগণ নব্য-নাৎসিবাদকে পরাজিত করে মহান বিজয় অর্জন করবে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, রাশিয়া-উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে কিম জন উনকেও একই ধরনের বার্তা পাঠিয়েছেন পুতিন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হবার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক রাজনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গভীর করেছে মস্কো-পিয়ংইয়ং। এরপর থেকেই নিজেদের ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলে আসছেন পুতিন এবং কিম।
জেডএস/