বিপিএলে দ্রুততম ফিফটির রেকর্ডে মাহিদুল অঙ্কন
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড এখন মাহিদুল ইসলাম অঙ্কনের। চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি করেন খুলনা টাইগার্সের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এর আগে ২০২৩ সালে রংপুর রাইডার্সের হয়ে মিরপুরের কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ১৯ বলে ৫০ ছুঁয়েছিলেন আবু হায়দার রনি।
শুধু বিপিএলই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন মাহিদুল। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন লিটন দাস।
বিপিএলে মাহিদুলের চেয়ে কমে ফিফটি আছে মাত্র দুজনের। ২০১২ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন আহমেদ শেহজাদ। ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে ফিফটি করে সেই রেকর্ড ভেঙে দেন সুনীল নারাইন।
বিপিএলে মাহিদুল ছাড়াও দুজন ১৮ বলে ফিফটি করেছেন। ২০২৩ সালে ঢাকা ডমিনিটরসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের খুশদিল শাহ ও ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেন।
ওয়াই এ এস/ এম এইচ