বছরের প্রথমদিনে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উন্মুক্ত হবে
বিগত দেড় দশক ধরে বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই পেয়ে আসছে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। কিন্তু এবার ‘অপ্রয়োজনীয় খরচ’ এড়াতে ঘটা করে বই উৎসব আয়োজন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বই উৎসব না করলেও পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে উন্মুক্ত হবে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও বই ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী বই ছাপাও শেষ করা সম্ভব হয়নি। ফলে নতুন বই হাতে পেতে আরও অন্তত একমাস অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের।
এ ব্যাপারে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন, অপ্রয়োজনীয় খরচ এড়াতে ঘটা করে বই উৎসব করতে চায় না অন্তর্বর্তী সরকার। এবার অনলাইনে এ কার্যক্রম শুরু হবে। এরপর সব স্কুলে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
এবার বই ছাপানোর কাজ দেরিতে শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। তাছাড়া হঠাৎ শিক্ষাক্রমে পরিবর্তন আসায় সংশোধন-পরিমার্জন করতে হয়েছে পাঁচ শতাধিক বই। এ কারণে বিগত বছরগুলোর মতো এবার বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে না সরকার।