টুকিটাকি

জেন–জি, আলফার পর আজ শুরু হলো নতুন প্রজন্ম

প্রজন্মের ধারণাটি সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পরিবর্তিত হয়, এবং একটি প্রজন্মের গড়ে ওঠা একটি বিশেষ পর্যায়ের ঘটনা। সাধারণভাবে, ২০ থেকে ২৫ বছর, অর্থাৎ দুই যুগের ব্যবধানে এক প্রজন্ম তৈরি হয়। যদিও এই সময়সীমা নির্ধারণে বিভিন্ন পরিসংখ্যান এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়, তবুও প্রযুক্তির অগ্রগতি, বিশ্বায়ন এবং সভ্যতার উন্নতি এই প্রক্রিয়ায় গভীর প্রভাব ফেলে।

প্রতি প্রজন্মের নামকরণ এবং তার সময়সীমা নির্ধারণ কোনো সরকারী সিদ্ধান্তের মাধ্যমে হয় না, বরং একটি এলোমেলো প্রক্রিয়ার মাধ্যমে নানা নাম ও বছর সমন্বিত হয়ে ধীরে ধীরে মিডিয়া এবং জনপ্রিয় কথাবার্তায় প্রতিষ্ঠিত হয়। প্রজন্মের গঠনে নির্দিষ্ট কিছু ঘটনা বা প্রবণতা কাজ করে, তাই এক দেশ থেকে অন্য দেশে তাদের বৈশিষ্ট্য এবং সময়সীমা কখনো কখনো ভিন্ন হতে পারে।

জেন–জি

১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, তারা হলো জেন–জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১৩ থেকে ২৮ বছরের মধ্যে। এই প্রজন্মের বৈশিষ্ট্য, ভালো দিক, মন্দ দিক নিয়ে অনেক আলোচনা, গবেষণা এবং আলাপ-আলোচনা হয়। এর পাশাপাশি, প্রশ্ন ওঠে, যেহেতু জেড ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ, তাহলে জেনারেশন ওয়াই বা এক্সও নিশ্চয়ই আছে!

আলফা প্রজন্ম

আলফা প্রজন্মের জন্মকাল ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত যারা জন্ম নিয়েছে, তারা এই প্রজন্মের সদস্য। এই প্রজন্মের বয়স বর্তমানে ১ দিন থেকে ১৩ বছরের মধ্যে। তাদের মা-বাবারা আবার জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল প্রজন্মের সদস্য। এই প্রজন্ম এখনো শিশু, এবং তাদের আচরণগত বৈশিষ্ট্য ও পরিসংখ্যান এখনও নির্ধারিত হয়নি। এই প্রজন্মের সবচেয়ে বড় বয়সীরা আজ টিনএজার হিসেবে আত্মপ্রকাশ করছে। তবে অনেকেরই প্রশ্ন, গতকাল যদি আলফা প্রজন্ম শেষ হয়ে যায়, আজ যে শিশু জন্ম নিল, সে কোন প্রজন্মের সদস্য?

বিটা প্রজন্ম

আলফা প্রজন্মের পর, যে শিশুটি আজ জন্ম নিল, সে হবে জেন–বিটা বা জেনারেশন বিটা। ২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা হবে এই প্রজন্মের সদস্য। বিটা প্রজন্মের শিশুরা বেড়ে উঠবে তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে, যাদের বাবা-মায়েরা মিলেনিয়াল অথবা জেন–জির শুরুর দিকে জন্মগ্রহণ করেছেন। বিটা প্রজন্মের মূল লড়াই হবে এআই (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স)-এর সঙ্গে। ধারণা করা হচ্ছে, এই প্রজন্মকে শেখায় শেপ দেবে মূলত এআই, তাই তাদের সৃজনশীলতার অভাব থাকতে পারে। আরেকটি মজার ব্যাপার হলো, এই প্রজন্মের অনেকেই হয়তো ২২ শতককে স্বাগত জানানোর সুযোগ পাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন