ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ হল
পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন হয়ে ইউরোপের বেশ কিছু দেশে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বুধবার বন্ধ হয়ে গেছে। যুদ্ধরত দেশ দুটি পাঁচ বছর মেয়াদী গ্যাস পরিবহন চুক্তি নবায়নে ব্যর্থ হওয়ায় এই ঘটনা ঘটলো।কাতারভিত্তিক সংবাদমাদধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস প্রতিষ্ঠান গাজপ্রম জানায়, কিয়েভপরিবহণ সংক্রান্ত চুক্তি নবায়ন না করায় ১ জানুয়ারি মস্কোর স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ইউরোপে গ্যাস সরবারহ বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেন, “আমরা রাশিয়ার গ্যাস পরিবহনের রাস্তা বন্ধ করে দিয়েছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাজার হারানোর কারণে রাশিয়া অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে। ইতোমধ্যে ইউরোপ রাশিয়ার গ্যাস ব্যবহার না করা সিদ্ধান্ত নিয়েছে।”
রাশিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির প্রায় অর্ধেকই করে ইউক্রেনের ভেতর দিয়ে। ইউক্রেনের ভূখণ্ডের দিয়ে শ্লোভাকিয়া, মলডোভা ও হাঙ্গেরিসহ ইউরোপের বেশ কিছু দেশে রাশিয়ার গ্যাস সরবারহ হত।
কৃষ্ণসাগরের তলদেশে থাকা তুর্কস্ট্রিম পাইপলাইন দিয়ে এখনো গ্যাস রপ্তানি করছে রাশিয়া। তুর্কস্ট্রিমের দুটি লাইন রয়েছে। একটি দিয়ে তুরস্কের বাজারে গ্যাস সরবরাহ করা হয়। অন্যটি হাঙ্গেরি, সার্বিয়াসহ মধ্য ইউরোপের ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করে।
ধারণা করা হচ্ছে, চুক্তি নবায়ন না হওয়ায় গাজপ্রম গ্যাস বিক্রিতে বছরে প্রায় ৫০০ কোটি ডলার হারাতে পারে। এছাড়া ইউক্রেন পরিবহণ ফি বাবদ হারাতে পারে ৮০ কোটি ডলার।
এনএস/