বাংলাদেশ

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

এবারও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিরুত্তর ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- সংগৃহীত

ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার ব্যাপারে এবারও বিস্তারিত কিছু জানায়নি ভারত। হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের কূটনৈতিক নোটের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এর বাইরে তাঁর কাছে কিছু বলার নেই। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন টানা এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা শেখ হাসিনা। এর পরে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তাঁর দলের অনেক মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করে।

সম্প্রতি বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় দিল্লিকে একটি কূটনৈতিক চিঠি দেয় ঢাকা।   

ব্রিফিংয়ে এদিন জয়সওয়াল সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন নামঞ্জুরের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ভারত প্রত্যাশা করে, যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে তারা সঠিক বিচার পাবেন। এটা তাদের আবেদন।  

এছাড়া তুরস্ক থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার খবর নিয়ে প্রশ্ন করা হলে ভারতের এই মুখপাত্র বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন