বিনোদন

বিয়ের খবর নিয়ে যা বললেন তাহসান

নতুন বছরের শুরুতেই বড় খবর ছড়িয়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে নিয়ে।

বিভিন্ন মাধ্যমে একটি ছবি প্রকাশ হয়েছে তাহসানের বিয়ে নিয়ে। গণমাধ্যমে সংবাদ এসেছে তাহসান বিয়ে করেছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। তাই হঠাৎ এ খবর জানার পর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা তাহসানকে দ্বিতীয় বিয়ের শুভেচ্ছাও জানিয়েছে।

রোজা আহমেদের জীবনও বেশ আকর্ষণীয়। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে `রোজা’স ব্রাইডাল মেকওভার’ নামে একটি সফল রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

শুধু তাই নয়, তিনি একজন মেকআপ শিক্ষিকা হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তার প্রশিক্ষণ অনেক নারীকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে।

তাহসান খান, একাধারে গায়ক, গীতিকার এবং অভিনেতা, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিনোদন শিল্পে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

 তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন ব্ল্যাক ব্যান্ডের সঙ্গে, যেখানে তার শাস্ত্রীয় ও আধুনিক সঙ্গীতের মিশ্রণ ভক্তদের মন জয় করেছিল।

তবে বিয়ের বিষয় নিয়ে মুখ খুলেছেন তাহসান, তিনি জানান, এটি একটা ঘরোয়া আয়োজনে ছবিগুলো তোলা। এখনো বিয়ে হয়নি, কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।’

এর আগে, ২০০৬ সালে তাহসান বিয়ে করেছিলেন অভিনেত্রী মিথিলাকে। তাদের একটি কন্যা সন্তান, আইরা তাহরিম খান, রয়েছে।

তবে ২০১৭ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় এই খবরটি ভক্তদের জন্য দুঃখজনক ছিল।

 

 জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন