আন্তর্জাতিক

সাধারণ ক্ষমা

প্রায় ৬ হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা

মিয়ানমারের জান্তা সরকার দেশটির ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাধারণ ক্ষমার আওতায় ১৮০ জন বিদেশীসহ ৫ হাজার ৮৬৪ জন বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রীয় এমআর টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।   

দেশটির সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, ‘মানবিক ও সহানুভূতির’ উপর ভিত্তি করে এসব বন্দীদের মুক্তি দেয়া দিচ্ছে। এছাড়া প্রায় ১৪৪ জন বন্দীর সাজা কমিয়ে ১৫ বছর করা হচ্ছে।   

তবে এসব বন্দীদের ঠিক কী ধরনের অপরাধের সাজায় জেলে রাখা হয়েছে ও বিদেশি বন্দীরাই বা কোন দেশের- এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সামরিক বাহিনী।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস (এপি) বলছে, যেসব বিদেশি বন্দী মুক্তি পাচ্ছে, তাদের মধ্যে চারজন থাইল্যান্ডের জেলে থাকতে পারে। গেলে নভেম্বরে এসব জেলেদের আন্দামান সাগর থেকে আটক করেছিলো মিয়ানমারের নৌ বাহিনী।  

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আশা করছেন মিয়ানমার সরকার এসব জেলেদের স্বাধীনতা দিবসের দিন মুক্তি দিবে।

মিয়ানমার জান্তা সরকার ছুটি ও বৌদ্ধদের উৎসব উপলক্ষ্যে প্রায় বন্দীদের মুক্তি দেয়। গেলো বছর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশটির জান্তা সরকার ৯ হাজার বন্দীকে মুক্তি দেয়। ২০২১ সালেও অনেক বন্দীদের মুক্তি দেয়া হয়েছিলো।  

 

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন