যশোরে আজহারীর মাহফিল
মাহফিল থেকে মুঠোফোন ও সোনার গয়না চুরি, ৫০০ জিডি
যশোরে খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল থেকে হাজার মানুষের মুঠোফোন হারিয়ে গেছে। পাশাপাশি খোয়া গেছে সোনার গয়না।
গত তিন দিনে এসব ঘটনায় যশোর কোতোয়ালি থানায় প্রায় ৫০০টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে শারমিন আক্তার বলেন, তিন দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে। এ ঘটনায় গত তিন দিনে ৫০০টির মতো জিডি হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার, বৃহস্পতি ও শুক্রবার রাতে শহরতলি পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে মিজানুর রহমান আজহারী ছাড়াও ছিলেন আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মাহফিলের শেষ দিন শুক্রবার বক্তব্য রাখেন খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজাহারী ও আহমাদুল্লাহ। তাঁদের আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। রাত সাড়ে ১০টার পর মাহফিল শেষ হলে পদদলিত হয়ে একাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। এ ছাড়া মুঠোফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেছে।
এনএস/