বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া
ঘরের মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম টেস্টে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া। এদিকে এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে প্যাট কামিন্সের দল।
সিডনি টেস্ট ছিল সিরিজের শেষ ম্যাচ। ভারত ১৬২ রানের লক্ষ্যমাত্রা ছুড়লো অস্ট্রেলিয়ার দিকে। সেই লক্ষ্যমাত্রা পেরোতে শুরুর দিকে একটু ধাক্কা খায় অজিরা। দলীয় সংগ্রহ ৩৯ রান থেকে ৫৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এই তিন উইকেটের তিনটিই নিয়েছেন প্রসিধ কৃষ্ণা।
এরপর অবশ্য খুব বেশি অসুবিধা হয়নি স্বাগতিকদের। ভারতীয় পেসারদের থেকে খুব বেশি চাপ অনুভব করেনি অস্ট্রেলিয়া। উসমান খাজা, ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টাররা দলকে সহজেই জয়ের কাছে নিয়ে এসেছেন। খাজাকে যখন মোহাম্মদ সিরাজ ৪১ ফিরিয়েছেন তখন দলের রান ১০৪।
বাকি কাজটুকু করেছেন হেড ও ওয়েবস্টার। হেড ৩৪ (৩৮) রান ও ওয়েবস্টার ৩৯ (৩৪) রানে অপরাজিত ছিলেন। এই জয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
জাসপ্রীত বুমরাহ তৃতীয় দিনে বল করতে নামতে পারেননি। দ্বিতীয় দিন ইনজুরিতে পড়ে হাসপাতালে যেতে হয়েছে।
সিরিজজুড়ে ৩২ টি উইকেট সংগ্রহ করেছেন বুমরাহ। জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। স্কট বোল্যান্ড দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট সংগ্রহ করেছেন। তিনি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।
এম এইচ//