বিপ্লবের পর একজন বিপ্লবীকে রক্তাক্ত হতে দেখা পীড়াদায়ক : সারজিস
আমাদের রাজপথের সহযোদ্ধা, আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন ও এই গণঅভ্যুত্থানে লড়াই করেছি, বিপ্লব পরবর্তী সময়ে আমাদের একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা আসলে খুবই পীড়াদায়ক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের বিএসএমএমইউ’তে শহীদ মিনারে হামলায় আহত গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, তিনি রাতে হঠাৎ বিষয়টি ফেসবুকে দেখতে পান। এসব ভিডিও দেখতে দেখতে তার নজরে আসে বিপ্লবী পরিষদের আহ্বায়ক এহসান খোমিনি অভিযোগ করেছেন যে এসবের পেছনে তিনি দায়ী।
তিনি বলেন, এহসান খোমিনির কথা শোনার পর তার মনে হলো যেন অহি নাজিল হয়েছে, যার সম্পৃক্ততা পৃথিবীর কারও কাছে আনা সম্ভব নয়। আপনারা (সাংবাদিক) ফারুক ভাইয়ের সঙ্গেও কথা বলে দেখতে পারেন হামলায় তার নিজের কোনও সম্পৃক্ততা আছে কিনা। সারজিস আলম চান ফুটেজ সংগ্রহ করে প্রকৃত অর্থে দোষীদের শনাক্ত করা হোক। আর সরকারকে এই বিষয়ে সচেতন হতে হবে, কেননা এটা না হলে বিপ্লবীদের মধ্যে ঐক্য নষ্ট হবে।
আই/এ