বিনোদন

বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে এক ফ্রেমে অভিষেক-ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন বিশেষ করে তাদের বিচ্ছেদ গুঞ্জন চলে আসছে দীর্ঘদিন ধরে।তবে বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে একসঙ্গে দেখা গেল এবার বলিউডের এই তারকা দম্পতিকে। তাদের সঙ্গেই ছিলেন মেয়ে আরাধ্যা ব্চ্চন। এমন পরিস্থিতিতে বিচ্ছেদের জল্পনায় পানি ঢেলে দিলেন জুনিয়র বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

বলিউড পাড়ায় কান পাতলে এখনও শোনা যায় অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন। তাদের নিয়ে কয়েক মাস ধরে চলছে নানা আলোচনা-সমালোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চলে নানা চর্চা। নেটিজেনদের অনেকেরই মনে হয়েছিল এই দম্পতির সাংসারিক বেশ কিছু সমস্যাও চলছে। তাঁদের দু’জনের পথ শিগগিরই আলাদা হতে চলেছে।

গেলো বছর ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অংশগ্রহণ ইস্যুতে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে নেটিজেনদের চর্চা জোরালো হতে থাকে। বিয়ের ওই অনুষ্টানে ঐশ্বরিয়া আসেন মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে। অন্যদিকে, অভিষেক বচ্চন তাঁর বাকি গোটা পরিবারের সঙ্গে আসেন। একসঙ্গে না আসার ঘটনায় অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। এরই মাঝে যোগ হয় অভিনেতার বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও। বলিউডে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিষেক বচ্চন নাকি অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে প্রেম করছেন। এতে নেটিজেনদের অনেকেই ধারণা করেছিলেন এবার বুঝি তাদের সংসার জোড়া লাগানোর শেষ সম্ভাবনাটুকুও চলে গেলে।

ঐশ্বরিয়া-অভিষেকের ডিভোর্সের জল্পনা ‘হট টপিক অফ দ্য বলিউড’ হলেও এই ইস্যুতে একবারের জন্যও তারা মুখ খোলেননি। তবে মাঝে মধ্যেই একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়ে তারা বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছেন। নিন্দুকদের মুখে ছাই ফেলে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা একসঙ্গেই রয়েছেন!

কয়েকদিন আগে মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে বসে, আরাধ্যার পারফরম্যান্স উপভোগ করেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একটি ভিডিওতে দেখা যায়, অভিষেক  ওই সময় ঐশ্বরিয়ার ওড়না ঠিক করে দিয়েছিলেন। তারপরও নেটিজেনদের অনেকের সমালোচনা-সম্ভবত মেয়ের জন্যই দু’জনে এক হয়েছেন।

তবে এবার দম্পতি এই ধরনের মিথ্যে গুজবের উপযুক্ত জবাব দিয়েছেন বলা চলে। কারণ, তাঁদের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখে সকলেই বলছেন যা রটেছে তার পুরোটাই গুজব।

সম্প্রতি বর্ষবরণের ছুটি কাটিয়ে মুম্বাই ফিরেছেন অভিষেক ব্চ্চন, ঐশ্বরিয়া রাই এবং তাদের সন্তান আরাধ্যা। তিনজনকে একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছে। বর্ষবরণের ছুটি কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে তাঁরা বাড়ি ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের একটি ভিডিও চিত্র ভাইরাল হয়। এই ভিডিওর মাধ্যমে এত দিনের ডিভোর্সের সমস্ত জল্পনার সমাপ্তি হল বলে মনে করছেন নেটিজেনদের কেউ কেউ।

এক চিত্রসাংবাদিক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই ভিডিওটি পোস্ট করেন। এতে দেখা যায় অভিষেক বচ্চন বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। আর তাঁর ঠিক পিছনেই আছেন ঐশ্বরিয়া ও আরাধ্যা। তাঁরা প্রায় একসঙ্গেই হেঁটে এসে তাঁদের গাড়িতে ওঠেন। যদিও অভিনেতাকে অনুরোধ করা হয় ছবি তোলার জন্য দাঁড়াতে, কিন্তু না দাঁড়িয়ে হাঁটতে থাকেন। তবে সাবেক বিশ্বসুন্দরী কিন্তু সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন বিমানবন্দর থেকে বেরোনোর সময় ঐশ্বরিয়ার পাশে পাশে হাঁটতে হাঁটতে আচমকাই লাফিয়ে ওঠে আরাধ্যা। সেটা দেখে যখন অ্যাশ তাকে জিজ্ঞেস করেন, কেউ তাকে ধাক্কা দিয়েছে কিনা? জবাবে সে খালি হাসি ফিরিয়ে দেয়। আরাধ্যাসহ ঐশ্বরিয়া হেঁটে গাড়ির দিকে এগিয়ে যান। সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছিলেন অভিষেক বচ্চন। তিনি স্ত্রী মেয়েকে গাড়িতে তুলে নিজে সামনের সিটে বসে। বেরিয়ে যাওয়ার আগে ঐশ্বরিয়া সবার উদ্দেশ্যে বলেন, 'হ্যাপি নিউ ইয়ার।'

এদিন বিমানবন্দরে থেকে বেরোনোর সময় ঐশ্বরিয়াকে কালো সোয়েটশার্ট এবং জিন্সে দেখা যায়। অভিষেক পরেছিলেন গ্রে রঙের সোয়েটশার্ট এবং জিন্স। আর আরাধ্যার পরনে ছিল নেভি ব্লু টিশার্ট এবং প্যান্ট।

তাদের সাম্প্রতিক ছবি দেখে বোঝা দায়, তাদের মধ্যে দূরত্ব বেড়েছিল৷ হতে পারে জুনিয়র বচ্চনের সঙ্গে মান-অভিমানের পালা মিটিয়ে ফেলেছেন রাই সুন্দরী ৷ আবার এটিও হতে পারে আদৌ হয়তো কোনো দূরত্বই তৈরি হয়নি৷ সবটাই ছিল জল্পনা-এমনটাই ভাবছেন নেটিজেনদের অনেকে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন