অবশেষে বিপিএলে দল পেলেন মোসাদ্দেক হোসেন
অবশেষে মোহাসাদ্দেক হোসেনকে দলে ভেড়ালো ঢাকা কেপিটালস। বিপিএলের ড্রাফট থেকে অবিক্রিতই ছিলেন এই অলরাউন্ডার।
আজ সোমবার সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন নতুন খেলোয়াড় হিসেবে মোসাদ্দেককে যুক্ত করেছে ঢাকা। আজ দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি।
রূপালি পর্দার নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস চলমান বিপিএলে এখনো জয়ের দেখা পায়নি। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে দলটি।
আর তাই দলের অবস্থার পরিবর্তন আনতে অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়াল রাজধানীর দলটি। এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল।