নতুন বছরে এবার আয়ুষ্মানের বিপরীতে রাশমিকা মান্দানা
তেলেগু, কন্নড়, হিন্দি ও তামিল ভাষার অসংখ্য হিট ছবির নায়িকা রাশমিকা মান্দানা এবার অভিনয় করতে চলেছেন নতুন হরর কমেডি সিনেমা ‘থামা’তে।
এতে রাশমিকার বিপরীতে অভিনয় করছেন বি-টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা।
ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী কয়েক বছরের সিনেমার তালিকা প্রকাশ হয়েছে। আর এই সিনেমার তালিকায় রয়েছে থামা।
নতুন বছরের শুরুতেই দিল্লিতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বলে ভারতীয় বিনোদন এবং জীবনধারার প্ল্যাটফর্ম পিঙ্কভিলা এ তথ্য জানিয়েছে।
ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। তবে সিনেমা মুক্তির তারিখ এখনো নিশ্চিত করেননি নির্মাতা আদিত্য সরপোতদার।
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। ছবিতে তাকে মুম্বাইয়ে চলচ্চিত্রটির ছোট একটি শুটিং শেষ করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী সপ্তাহে দিল্লিতে সিনেমাটির বেশ কিছু রোমাঞ্চকর দৃশ্যের শুটিং শুরু হবে এবং জানুয়ারির প্রথম অর্ধেক পর্যন্ত চলবে এই শুটিং।
গেলো অক্টোবরে ‘থামা’ চলচ্চিত্রটি নির্মাণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে। সিনেমাটিতে রাশমিকা ও আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল, অপারশক্তি খুরানাসহ আরও অনেকে।
আয়ুষ্মানকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে গৌরী জোশী ও রাজ শান্ডিল্য পরিচালিত ‘ড্রিম গার্ল ২’ সিনেমায়। ছবিটিতে আয়ুষ্মানের পাশাপাশি অভিনয় করেন অনন্যা পান্ডে, পরেশ রাওয়াল, বিজয় রাজসহ আরও অনেকে।
এদিকে গত বছর মুক্তিপ্রাপ্ত সুকুমার পরিচালিত পুষ্পা ২ সিনেমাতে আল্লু অর্জুনের বিপরীতে ‘শ্রীভল্লী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছেন রাশমিকা।
প্রসঙ্গত, ২০১৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর চলচ্চিত্র পরিচালক ঋষব শেঠি রশ্মিকাকে রক্ষিত শেঠির বিপরীতে তার কন্নড় হাস্যরসাত্মক প্রণয়ধর্মী কিরিক পার্টি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।
কিরিক পার্টি কন্নড়ের অন্যতম শীর্ষ আয়ের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। এই সিনেমায় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে সাইমা পুরস্কার অর্জন করেন।
মন্দানা ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন; তিনি তেলুগু হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র চলো–এ নাগা শৌর্যের বিপরীতে অভিনয় করেছিলেন।
পরবর্তীতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র গীতা গোবিন্দম–এ অভিনয় করেন মন্দানা। চলচ্চিত্রটি স্বল্প ব্যয়ে নির্মিত হলেও দেশীয় বক্স-অফিসে ১৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
তিনি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র ইয়াজামানা–তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে ২০২২ সালে বলিপাড়ায় পা রাখেন এই নায়িকা। পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তার।
এই ছবিতে রশ্মিকার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে ঝলমলে অবতারে দেখা গেল রশ্মিককে। পরনে লেহঙ্গা, খোলা চুল— একেবারে ভারতীয় নারীর সাজে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
চলচ্চিত্রটি বক্স অফিসে সফল না হলেও সমালোচকদের প্রশংসা কুড়ান এবং দর্শকদের জানান দেন, শিগগিরই তিনি হিন্দি ছবিতে ঝড় তুলবেন।
এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে জি সিনে পুরষ্কার জিতে নেন।
২০২৩ সালে বারিসু, মিশন মজনু ও এনিম্যাল নামে তিনটি মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন মন্দানা। বারিসু চলচ্চিত্রে তিনি বিজয়ের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন।
সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে নেটফ্লিক্সের হিন্দি চলচ্চিত্র মিশন মজনু–তে তিনি দৃষ্টিহীন নারীর চরিত্রে অভিনয় করেন।
আর সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত অ্যানিমেল চলচ্চিত্রে রণবীর কাপুরের বিপরীতে একজন নিবেদিতপ্রাণ গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন মন্দানা।
বারিসু ও অ্যানিমেল চলচ্চিত্র দুটি বাণিজ্যিকভাবে সফল ছিল এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলোর তালিকায় স্থান অর্জন করে নেয়।
২০২৪ সালে মন্দানা মারপিটধর্মী ধারাবাহিক চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল–এ শ্রীভাল্লী চরিত্রে অভিনয় করেন।
পুষ্পা ২: দ্য রুল ভারতীয় চলচ্চিত্রে বেশ কয়েকটি বক্স-অফিস রেকর্ড গড়ে। চলচ্চিত্রটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করে।
‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে। ছবিতে তাঁর ‘শ্রীভাল্লি’ অবতার নজর কেড়েছে দর্শকদের।
ছবিতে ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ জনপ্রিয়তা পেয়েছে। এই উন্মাদনার মধ্যে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও দেখা যাবে নায়িকাকে।
হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। তাই দম ফেলার সময় নেই নায়িকার।