খেলাধুলা

ডিসেম্বরের সেরা নির্বাচনে তিন ক্রিকেটারকে মনোনয়ন

ছবি: আইসিসি

ডিসেম্বর মাসের 'প্লেয়ার অব দ্য মান্থ' নির্বাচনের জন্য তিন ক্রিকেটারকে মনোনয়ন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ভারতের জাসপ্রীত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার ডেন প্যাটারসন।

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বল ও ব্যাট- উভয় দিক থেকে দারুণ পারফরম্যান্স করেছেন কামিন্স। অস্ট্রেলিয়াকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠানোর জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে ডিসেম্বরে ৩ ম্যাচ খেলে ১৭ টি উইকেট শিকার করেছেন। অ্যাডিলেইডে ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। স্বাগতিকরা এতে ১০ উইকেটের জয় পেয়েছে।

ব্যাট হাতে মেলবোর্ন টেস্টে ৪৯ ও ৪১ রানের ইনিংস খেলেছেন কামিন্স। একই ম্যাচে বল হাতে নিয়েছেন ৬ উইকেট।

জাসপ্রীত বুমরাহ (ভারত)

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের সেরা পারফরমার ছিলেন বুমরাহ। জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কার। তিনি ডিসেম্বরে ৩ টেস্ট খেলে ২২ উইকেট শিকার করেছেন। ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে নেন ৯ টি করে উইকেট।

আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে কোনো ভারতীয় বোলারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করে নেন বুমরাহ।

ডেন প্যাটারসন (দক্ষিণ আফ্রিকা)

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়ার আগে নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে প্যাটারসনের ভূমিকা ছিল দুর্দান্ত। দুই টেস্ট খেলে ১৩ টি উইকেট শিকার করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ টি, পাকিস্তানের বিপক্ষেও ৫ টি উইকেট নেন। দলের জয়ের পাশাপাশি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিতেও তার ভূমিকা ছিল।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন