লস অ্যাঞ্জেলেসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে, হলিউড হিলসেও আগুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এ পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের অনেকে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। যেসব বাসিন্দা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে পারেননি, তাদের অনেকে দগ্ধ হয়েছেন। দাবানল ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা।
বিবিসি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস এবং এর পার্শ্ববর্তী কয়েকটি কাউন্টিতে এখন অন্তত সাতটি আগুন লেগেছে। সবচেয়ে বড় দুটি, পালিসেডস এবং ইটনে, প্রথম মঙ্গলবার প্রজ্বলিত হয় এবং তখন থেকে সম্মিলিতভাবে প্রায় ২৭ হাজার একর পুড়ে গেছে।
অন্তত এক লাখ ৩৭ হাজার মানুষ এই দাবানলের কারণে সরে যেতে বাধ্য হয়েছে।
অন্যান্য অগ্নিকাণ্ডের মধ্যে রয়েছে হার্স্ট ফায়ার, যা সান ফার্নান্দোর উত্তরে সিলমার পাড়ায় ছড়িয়ে পড়ে এবং সানসেট ফায়ার, যা সম্প্রতি রুনিয়ন ক্যানিয়নের কাছে হলিউড পাহাড়ে ছড়িয়ে পড়ে।
লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে শহরতলীতে দাবানলের কারণে কমপক্ষে পাঁচজন নিহত এবং কয়েক হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের পার্শ্বকর্তী প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক ভবন ধ্বংস হয়ে গেছে।
সর্বশেষ হলিউড হিলসে আগুন লাগে, যার ফলে লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি হঠাৎ করেই একটি সংবাদ সম্মেলন ছেড়ে চলে গেছেন, যেখানে তিনি আগুনের বিষয়ে আপডেট দিচ্ছিলেন।
সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি বড় দাবানলের শক্তি বৃদ্ধি পায়। আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
ম্যারোনি বলেছেন, ২৪ ঘন্টা পার হলেও দাবানল নিয়ন্ত্রণে আসেনি বরং আরো অবনতি হয়েছে। এরই মধ্যে এক হাজারেরও বেশি বাড়ি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছ
এমন পরিস্থিতিতে লোকজন বাড়ি গাড়ি ফেলেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। প্রত্যক্ষদর্শীরা এই পরিস্থিতিকে হলিউডের সিনেমার দৃশ্যের সাথে তুলনা করছেন।
আগুন নেভাতে ১ হাজার ৪শ’ দমকলকর্মী কাজ করছে। অত্যাধুনিক সরঞ্জাম দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
প্যাসিফিক পলিসেডস এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডেলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সান্তা মনিকা এবং মালাবু উপকূলীয় শহরগুলোর মধ্যে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কমপক্ষে ২ হাজার ৯শ’ ২১ একর পুড়ে গেছে। ইতোমধ্যে আগুনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
কয়েকটি ছবিতে দেখা গেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
এদিকে লস অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ছুটিতে থাকা অগ্নি নির্বাপক কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
জেএইচ