মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দিলো সরকার
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে অতিরিক্ত অর্থ বা মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করবে সরকার। আগামী ৩০ জুনের আগেই এটা বাস্তবায়ন হবে। এবার পেনশনভোগীরাও এ ভাতার আওতায় আসছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান।
তিনি বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের হলেও তিনিও একজন সদস্য। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তাদের বেসিকের সঙ্গে যোগ হবে।
মহার্ঘ ভাতার শতকরা হার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে অর্থ উপদেষ্টা বা অর্থসচিব ভালো বলতে পারবেন।
কোন মাস থেকে এ বেতন ধরা হবে এ বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন।
আই/এ