থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, গতকাল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেপ্তার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। আজ দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিলো। কিন্তু তার আগে দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম।
এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্তের কথা জানিয়েছে পুলিশ। আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে।
ওসি শাহ আলম জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। গত বছরের ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
আই/এ