ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি: সাব্বির রহমান
বিপিএলে ঢাকার প্রথম তিন ম্যাচে দেখা যায়নি সাব্বির রহমানকে। এর পেছনে কী কারণ ছিল? সে কথার উত্তর দিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সেই ‘সরাসরি’ জবাব সাব্বির খুব একটা পছন্দ করেননি। যে কথা দারুণ এক ইনিংস শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চিটাগাং কিংসের বিপক্ষে পরাজিত হয়েছে ঢাকা। এতে টানা পাঁচ ম্যাচে হারলো দলটি। পরাজয়ের দিনে দারুণ এক ইনিংস খেলেছেন ঢাকার ব্যাটার সাব্বির। ৩৩ বল খেলে ৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
সাব্বির কেনো ঢাকার হয়ে প্রথম তিন ম্যাচ খেলেননি- এমন এক প্রশ্নে খালেদ মাহমুদ জানিয়েছিলেন, 'সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসেনি। যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসেনি এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি।'
গতকালের ইনিংস শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তোবা বুঝতে পারেননি। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।‘
এম এইচ//