দেশজুড়ে

বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার এসআই মোরাদ হোসেন বলেন, নিহতদের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

নিহতরা হলেন; উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪) ও একই গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ।

স্থানীয় বাসিন্দরা জানান, সকালে মোটরসাইকেলযোগে দুই বন্ধু মারুফ ও বাঁধন ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কালীমন্দির এলাকায় পৌঁছালে দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় মোটরসাইকেলে থাকা মারুফ ও বাঁধন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন