আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

ছবি: ফাইল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান এবং এই বৈঠকের আয়োজন চলছে। ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

সেখানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, তিনি (পুতিন) বৈঠক করতে চান এবং আমরা এর আয়োজন করছি।

আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। এরমধ্যেই পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিলেন তিনি। নিজের নির্বাচনী প্রচারণার সময় এই রিপাবলিকান নেতা জানিয়েছিলেন, তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন।

যদিও এর আগে ট্রাম্প কখনো ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে কোনো সরাসরি প্রস্তাব রাখেননি। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার কিয়েভে যে সামরিক সহায়তা পাঠিয়েছে, তা নিয়ে বেশ সমালোচনা করেছেন ট্রাম্প। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন