সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নয় : ইসি আবুল ফজল

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নয় নির্বাচন কমিশন (ইসি)। জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সভায় অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। গণমাধ্যমে নিউজ দেখতে পাচ্ছি, একই সঙ্গে সব নির্বাচন দেয়ার কথা বলছেন। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এটা আসলে বাস্তব সম্মত প্রস্তাব। সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়; আবার স্থানীয় সরকার নির্বাচনও একসাথে করা সম্ভব নয়। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করবো।
তিনি বলেন, তারপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্কার কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই আলোকে কাজ করবো। তবে সরকার যদি চায় আমাদের দিয়ে সব নির্বাচন একসঙ্গে করাবে সেই ক্ষেত্রে আমাদের অবস্থান হলো সব নির্বাচন একসঙ্গে করা ঠিক হবে না।
নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের দায়িত্ব নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিয়ে যাওয়া আইনের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ইভিএম প্রকল্প টেকওভার করা হয়নি। ইভিএম কী হবে জানি না। বর্তমান মেশিন বুঝে নেবো ও রক্ষণাবেক্ষণ করবো। ইভিএম প্রকল্প গত জুন মাসে শেষ হলেও ইভিএম পুরোপুরি টেকওভার করা হয়নি। প্রশিক্ষণের অংশটুকু বাকি ছিল যা এ সপ্তাহে শেষ হয়েছে। এমন অবস্থা ইভিএমের ভবিষ্যৎ কী হবে আমাদের জানা নেই। তবে সংস্কার কমিশনের প্রস্তাবে এটার বিষয়ে কিছু আসতে পারে। সে যাই আসুক না কেন বর্তমানে যে মেশিনগুলো আছে তা রক্ষণাবেক্ষণ ও বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের। জরুরিভিত্তিতে আমরা এটার দায় দায়িত্ব বুঝে নেবো। এগুলো সংরক্ষণ করবো পরে যে সিদ্ধান্ত হবে সেটা করবো।
জেএইচ