অল্প সময় মাঠে নেমেই আকাশছোঁয়া আয় নেইমারের
এএফসি চ্যাম্পিয়নস লিগে সৌদি ক্লাব আল হিলালের পক্ষে গত বছর দু’টি ম্যাচ খেলেছেন নেইমার। আর সেই দুই ম্যাচে মাঠে ছিলেন মাত্র ৪২ মিনিট। এই ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় কিংবা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৬৯ কোটি টাকা আয় করেছেন ব্রাজিলিয়ান তারকা।
সেই হিসেবে প্রতি মিনিট খেলার জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকারও বেশী। যদি সেকেন্ডের হিসেব করা হয়, তবে এক সেকেন্ডে নেইমার আয় করেছেন ৫০ লাখ টাকারও বেশি। ফ্রান্স সংবাদমাধ্যম ফুট মেরকাট সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে।
চোটের কারণে নেইমারকে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হচ্ছে। আল হিলালে যোগ দেয়ার পর ১৮ মাসে মাত্র ৭ টি ম্যাচে মাঠে ছিলেন তিনি। ২০২৪ সালে ক্লাবটির হয়ে মাত্র ২ ম্যাচ মাঠে নামার সুযোগ হয়েছে নেইমারের। সেই দুই ম্যাচে ৪২ মিনিট খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
২০২৩ সালে ৯০ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজি থেকে নেইমারকে দলভুক্ত করেছিল আল হিলাল। ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদের ওই চুক্তিতে দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো বেতন পাওয়ার কথা রয়েছে এই তারকার।
জানা যায়, নেইমারের সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না আল হিলাল। সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে ব্রাজিলেরই কোনো ক্লাব।
এমএইচ//