দাবানলে নিহতের সংখ্যা বাড়ছে, ফায়ার সার্ভিসের কর্মী সেজে চলছে লুটপাট

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা। লাখ লাখ মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ এখনো চলছে। এছাড়া অগ্নি নির্বাপণ কর্মীর পোশাক পড়ে ফাঁকা বাড়িঘরে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
এদিকে স্থানীয় কর্মকর্তারা বলছেন, সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বয়ে যেতে পারে। ফলে দাবানল আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
লস অ্যাঞ্জেলেসের দাবানলকে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক বলে বিবেচনা করা হচ্ছে।
এনএস/